• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

মানবসেবার প্রত্যয় নিয়ে “মানবিক টিম কুতুবদিয়া”

Md. Nazim Uddin / ১৪ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

মানসেবার কোন নির্দিষ্ট গণ্ডি নেই, জাত-বেজাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই বরং মানবসেবাই বড় ধর্ম, এই মূলমন্ত্র বুকে নিয়ে কিছু আত্মপ্রত্যয়ী মানুষ মানবতার হাত বাড়িয়েছেন দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় “মানবিক টিম কুতুবদিয়া” সংগঠনের মাধ্যমে৷

সোমবার ১৯ জুলাই কুতুবদিয়ায় তাদের দ্বিতীয় প্রয়াস দুইটি মাদ্রাসা ও এতিমখানায় সৌর বিদুৎ ও টাইলস্ বিতরণ করেন৷ উপজেলা গেইটস্থ দ্বীপসেবা কোচিং সেন্টার হলরুমে বিকেল সাড়ে চার টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়৷

এতে আলী আকবর ডেইল নাছিয়ার পাড়ার মোহাম্মদীয়া ছৈয়দিয়া হাফেজিয়া ও শাহ্ মালেকিয়া এতিমখানায় টাইলস বিতরণ এবং তাবালেরচরের হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) এতিমখানা ও হাফেজখানায় ১২০ওয়াট শক্তি সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্যানেল সরঞ্জামাদি সহ দেওয়া হয়৷ এর আগে কৈয়ারবিলের একজন অসুস্থ অসহায় ব্যক্তির জন্য অর্থ সহায়তা দিয়েছিলেন সংগঠনটি৷

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেমশিখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওসমান গনি, আমিরাবাদ সুফি ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মোঃ নেছার, আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সাংবাদিক কাইছার সিকদার, সাংবাদিক আবুল কাশেম, সংগঠনটির পক্ষ থেকে মোঃ রাশেদ সোহেল হায়দার, এডমিন নুরুল আজম কুতুবী, হেলাল উদ্দিন কুতুবী, ফরিদুল আলম কুতুবী, সোহেল রানা, হাফেজ জালাল উদ্দিন, সিঃ সদস্য হাফেজ আব্দুল খালেক, হাফেজ মোঃ রমিজ, মোঃ সাহাব উদ্দিন, মিসকাত শরীফ, হাফেজ ফজলুুল কাদের, নুরুল ইসলাম প্রমূখ৷

এখন মাত্র শুরু করেছি, ভবিষ্যতে মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র অসুস্থ ব্যক্তি থেকে সমাজের সকল স্থরে সারা কুতুবদিয়া জুড়ে মানবসেবা ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন “মানবিক টিম কুতুবদিয়া” সংগঠনের নেতৃবৃন্দ৷


আরো বিভন্ন বিভাগের নিউজ