নিজস্ব :
কক্সবাজার জেলা ভিত্তিক সামাজিক সংগঠন “মিছিল”র মহেশখালী উপজেলার কমিটিতে মহেশখালী উপজেলা চেয়ায়ম্যান আলহাজ্ব শরীফ বাদশাহ সুযোগ্য ছেলে, সুপ্রিয় হাফেজ আব্দুল্লাহ আল সামি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে পুষ্পিত অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি তার তারুণ্যদীপ্ত নেতৃত্বে এ সামাজিক সংগঠন দীপাঞ্চল মহেশখালীর প্রতিটি জনপদে বিস্তৃতি লাভ করবে। সেই সাথে এ সংগঠন মহেশখালীবাসীর সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সমস্যা ও সম্ভাবনাও তুলে ধরে এতদঞ্চলের মাটি ও মানুষের জন্য কাজ করবে। এগিয়ে যাক দূর্বার গতিতে সামাজিক এ “মিছিল”। এগিয়ে যাক আব্দুল্লাহ আল- সামির মতো বিচক্ষণ তরুণদের প্রিয় কাফেলা।
শুভেচ্ছান্তে
মুজাহিদুল ইসলাম
ইউটিউবার