• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্তা কক্ষ / ২২০ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০১৯

চ্যানেল কক্স:
পর্যায়ক্রমে দেশের সব বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ‘আমরা পর্যায়ক্রমে সব বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নিব। এর কাজ চলছে। এটা আজকের সভায় প্রধানমন্ত্রী আবার বলেছেন। মানে সিরিয়াস।’
একনেক সভা শেষে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে ১ম মাসে এডিপি বাস্তবায়নের হার ১ দশমিক ৮৪ শতাংশ যা গত বছরের (২০১৮-২০১৯) একই সময়ের তুলনায় শুন্য দশমিক ৫৭ শতাংশ।
সভায় ৩ হাজার ৪শ ৭০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১২ টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ১শ ৬৩ কোটি ৫০ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ৩শ ৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করা হবে।
১২ টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রলালয়ের ৩টি প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩ টি প্রকল্প রয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ