• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

দেড় কিঃমিঃ রাস্তা পরিষ্কার করলো এফ.বি এসোসিয়েশন

বার্তা কক্ষ / ১৮৩ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

সংবাদ দাতাঃ
কক্সবাজারের অন্যতম সামাজিক সংগঠন ইসলামপুর এফ.বি এসোসিয়েশন কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রুবার ২৩আগস্ট সকালে ইসলামপুর এফ.বি এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানেরর নেতৃত্বে এই পরিছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় ইউপি সদস্য ইদ্রীস রানা উক্ত সংগঠনের সকল সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকার শিশু কিশোরাও পরিছন্ন অভিযানে অংশগ্রণ করেন।

এসময় তারা ইসমাইল সাওদাগরের বাড়ি হতে ইসলামপুর পাবলিক মডেল স্কুল পর্যন্ত প্রায় দেড় কিঃমিঃ রাস্তা পরিস্কার ও মেরামত করে দেন।
এই স্থানটি দীর্ঘদিন ধরে ময়লায় ভরপুর ও মারাত্মক দুর্গন্ধ যুক্ত থাকায় ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজনকারী সংগঠনের নেতৃবৃন্দ এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন জানিয়ে-
এ কার্যক্রমের অংশগ্রণকারী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি বলেন, আমরা সবার সহযোগীতায় এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো।
পাশাপাশি কর্মসুচি থেকে নিজ-নিজ বাড়ি,আঙ্গিনা ও কর্মস্থল পরিস্কার রাখার জন্য সংগঠনের পক্ষথেকে সবাইকে অনুরোধ করা হয়েছে। এবং
আগামীতে আরো সমাজসেবামুলক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।


আরো বিভন্ন বিভাগের নিউজ