• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

ইসলামপুরে পানির বালতিতে পড়ে শিশু ছেলে মৃত্যুবরণ করেন

বার্তা কক্ষ / ৬৮৬ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
dav

নিজস্ব নিউজ : কক্সবাজার সদর উপজেলা ইসলামপুরে বাড়ির টিউবলের পাশে থাকা বালতির পানিতে পড়ে দুই বছরের মো : আকিব নামের এক শিশু ছেলে মারা গেছে।

(২৭শে আগষ্ট মঙ্গলবার) কক্সবাজার সদর উপজেলা ইসলামপুর ইউনিয়ন, উত্তর নাপিতখালী ২নং ওয়ার্ডের বাসিন্দা মো : বেলার উদ্দীনের বড় ছেলে মো: আকিব (২), ১২:৪৫ মিনিটের সময় খেলনা করার সময় বাড়ির পাশে টিউবলে থাকা একটি প্লাস্টিকের পানির বালতিতে পরে শ্বাসরুদ্ব হয়ে দুপুর ১টার সময় ইন্তোকাল করেন। স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আলম ঘটনাটি নিচ্ছিত করেন এবং এলাকবাসীকে ছোট বাচ্ছাদের সাবধানে রাখার জন্য বলেন।
তার মৃত্যুতে এলাকাবাসীর গভীর শোক প্রকাশ করছে, তার বাড়িতে আত্বীয় স্বজনের আহাজারীতে শোকের ছায়া বিরাজ করছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ