আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলায় তিন উপজেলা সদর,রামু ও উখিয়া উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের ২১ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন দেয়া হয়েছে।
তন্মধ্যে এবার মনোনয়ন পাননি জেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন বর্তমান চেয়ারম্যান। তবে বঞ্চিত অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। এতে করে বিপাকে পড়েছে স্থানীয় ও জেলা আওয়ামীলীগ।
এর মাঝেই ব্যতিক্রম গত বার নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সদরের খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও
বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম।
আজ দুপুরে ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌকার পক্ষে তার অবস্থান পরিষ্কার করেছেন।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই। তিনি যা সিদ্ধান্ত দিবেন তা আমাদের মাথা পেতে নিতে হবে। কেননা, দলকে বাঁচাতে কখন কি সিদ্ধান্ত নিতে হবে তিনিই একমাত্র ভালো জানেন। তাই, সব ধরনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের দলকে প্রাধান্য দেওয়ায় হবে বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকের কাজ। তিনি বলেন, জনগণ আমাকে অনুরোধ করেছে আমি যেনো আবারও প্রার্থী হই। কিন্তু, আমি তাদের বুঝানোর চেষ্টা করেছি। কেননা, আমি ব্যক্তি জসিমের চেয়ে দল বড়। আর দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করা আমার পক্ষে কখনো সম্ভব না।
ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্যে তিনি
বলেন, চেয়ারম্যান আমরার পেশা নয়, কিন্তু রাজনীতি আমার পেশা। তবে যে পাঁচটি বছর আপনারা আমাকে সেবক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি আপনাদের সেবক হিসেবে কাজ করতে। আমি যদি ভাল কাজ করে থাকি আমার বিশ্বাস আপনারা আগামীতে আমাকে আবার খোঁজে নেবেন। আর মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। আপনাদের সন্তান হিসেবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আগের মতোই যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকবো।
এ সময় তিনি যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে পাশে থাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,
খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক হাসান সিকদার,
প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দু শুক্কুর কোম্পানী, সদর উপজেলা যুবলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক আলিম উদ্দিন,
খুরুশকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি
কাজী দিদারুল আলম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী,
খুরুশকুল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন,
সমাজ কল্যাণ সম্পাদক হেদায়েত উল্লাহ বাবুল,
সদর উপজেলা যুবলীগের সদস্য
ফেরদৌস ওয়াহিদ লিমন চৌধুরী,
খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি
তারেকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সভাপতি ফখর উদ্দিন সিকদার, কক্সবাজার আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলম,
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সালা উদ্দিন, তেতৈয়া তাফহি্মুল কোরআন আলিম মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি আয়ুব আলী খান,
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ খুরুশকুল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আরফাত জুয়েল, খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাঈমুল ইসলাম ইমুন, মুনিরিয়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল করিম, গাজির ডেইল দাখিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি আবু তাহের আজাদ।
উপদেষ্টা সম্পাদক : সরোয়ার আজম মানিক, সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম,
অফিস : হোটেল আল-আমিন কমপ্লেক্স, ৩য় তলা (দৈনিক মেহেদী ) মেইন রোড,, কক্সবাজার।