• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেনঃ বীর বাহাদুর এমপি

বার্তা কক্ষ / ২১৭ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ নাজমুল হুদা,নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান বিশ্ববিদ্যালয় এর একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি। গত শনিবার বেলা ১১ টায় সুয়ালক, এ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবন নির্মান কাজ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি
। এসময় উপস্থিত অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ ইমাম আলী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলার জেলা প্রশাসক দাউদুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন বৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও বান্দরবান বিশ্ববিদ্যালয় এর একাডেমিক এডভাইজার প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য প্রফেসর সরোয়ার জাহান, বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর সদস্যবৃন্দ, বান্দরবানের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ