টাঙ্গাইলের সখীপুরের কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে (৪৫) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ইউনিয়ন পরিষদের এক নারী গ্রাম পুলিশকে (মহল্লাদার) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আজ মঙ্গলবার ওই ইউনিয়ন পরিষদে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এ সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেন ওই নারী মহল্লাদারকে (নারী গ্রাম পুলিশ) পরিষদের দোতলার একটি কক্ষ পরিষ্কার করতে পাঠান। পরে সচিব মোশারফ হোসেন ওই কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। একপর্যায়ে ওই নারী মহল্লাদার দৌড়ে নিচে নেমে এসে বিষয়টি চেয়ারম্যান কামরুল হাসানসহ উপস্থিত সবাইকে জানান। চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীকে জানান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সচিবকে এক বছরের কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বলেন, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়ায় সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : সরোয়ার আজম মানিক, সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম,
অফিস : হোটেল আল-আমিন কমপ্লেক্স, ৩য় তলা (দৈনিক মেহেদী ) মেইন রোড,, কক্সবাজার।