• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন

টেকনাফে পৃথক পাহাড় ধসে দুই ঘুমন্ত শিশুর মৃত্যু : আহত ১০

নিউজ রুম / ১৪৮ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

 

জসীম উদ্দীন

অতিভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফে পাহাড়ধসে ঘটনা ঘটেছে। পৃথক দু’টি পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারিয়েছে দুই ঘুমন্ত শিশু।
এসময় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের পুরান পল্লানপাড়া এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন, পুরান পল্লান পাড়ার রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (৮) ও মো. আলমের মেয়ে আলিফা (৭)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন,কয়েকদিন ধরে অতি বৃষ্টিতে পাহাড় ধসের আশংকায় পাহাড়ে বা তার পাদদেশে বসবাসরত জনসাধারনকে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছিলো। তারপরেও মানুষ পাহাড়ের পাদদশে থেকে সরে যায় নাই।

সকালে পুরাতন পল্লান পাড়া এলাকায় পাহাড় ধসের সংবাদ পেয়ে রেডক্রিসেন্ট কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিছে। এসময় ২ জনকে মৃত ও ১০ জন নারী পুরুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের টেকনাফ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।এদিকে ঝুঁকি এড়াতে পাহাড়ে বসবাসরত জনসাধারনকে সরিয়ে নেয়ার ব্যবস্থা চলছে বলে ও জানিয়েছেন তিনি।


আরো বিভন্ন বিভাগের নিউজ