• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

নাম গোপনে ভূয়া ডাক্তার পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক / ১৯ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২

চকরিয়ায় একজন ভূয়া ডাক্তার আটক, ম্যাজিস্ট্রেট কর্তৃক এক বছরের কারাদন্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড।

গত ১৩/০৫/২০২২ ইং তারিখ চকরিয়া সিটি হাসপাতালে হতে মোঃ ফরিদ উদ্দিন, পিতা-আলী আক্কাস মিয়া, সাং-ভিতর চর, থানা-চৌদ্দগ্রাম, জেলা -কুমিল্লা নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নিজের প্রকৃত নাম গোপন করে ডাক্তার মোঃ মাঈন উদ্দিন নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে চকরিয়া সিটি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলো ।

অদ্য ১৬/০৫/২০২২ ইং তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় উক্ত হাসপাতালে চকরিয়া থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অভিযান পরিচালনা করা হলে গ্রেফতারকৃত প্রতারক এমবিবিএস ডাক্তার মর্মে কোন প্রকার সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিকভাবে তিনি ভুয়া ডাক্তার হিসেবে প্রতীয়মান হওয়ায় এবং নিজের পরিচয় গোপন করে অন্যের পরিচয় দিয়ে চিকিৎসা কাজ পরিচালনা করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গ্রেফতারকৃত ভূয়া ডাক্তারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/-টাকা অনাদায়ে আরো এক ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।


আরো বিভন্ন বিভাগের নিউজ