• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

ওম, গরু শুনলেই কিছু লোকের চুল খাঁড়া হয়ে যায়: মোদী

নিউজ রুম / ১০১ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

ওম, গরু শুনলেই কিছু লোকের চুল খাঁড়া হয়ে যায়: মোদী

ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ওম ও গরু শব্দ দুটি শুনলেই কিছু মানুষ ভাবেন যে দেশ পিছিয়ে চলে যাচ্ছে ষোড়শ শতাব্দীতে।

তাদের চুল খাঁড়া হয়ে যায়

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বুধবার উত্তর প্রদেশের মথুরায় এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সেখানে গবাদিপশুর অসুখ–বিসুখ প্রতিরোধে এক প্রকল্পের উদ্বোধন করেন মোদি।ওই সময় মোদি বলেন, “দেশের দুর্ভাগ্য, যে ‘ওম’ এবং ‘গরু’ জাতীয় শব্দ শোনা মাত্র এমন অনেক মানুষ আছেন যাদের চুল খাঁড়া হয়ে যায়।

তারা ভাবেন, এবার বুঝি দেশ পিছিয়ে ষোড়শ শতাব্দীতে চলে গেল। ”মোদি
এই মন্তব্যের উত্তর দিয়েছেন অল ইন্ডিয়া মজলিশ এ ইত্তেহাদ উল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়েইসি।ভারতে
র নানা জায়গায় গো-রক্ষকদের গণপিটুনিতে মৃত্যুর ঘটনার প্রসঙ্গ তুলে ওয়েইসি জানান, গো-রক্ষার নামে মানুষ খুন হলে নরেন্দ্র মোদির উচিত তাতে উদ্বিগ্ন হওয়া।তিনি ব

লেন, “যখন গরুর নাম করে মানুষ মারা হচ্ছে, এবং সংবিধানের সর্বনাশ করা হচ্ছে, তখন নরেন্দ্র মোদীর কান খাঁড়া হওয়া উচিত। ”ওয়েই
সি আরও বলেন, “আমাদের হিন্দু ভাইদের কাছে গরু একটি পবিত্র প্রাণী। তবু বলব, সংবিধানে কিন্তু জীবন ও সাম্যের অধিকার মানুষকেই দেওয়া হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ