• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

কনসার্ট শেষে অসুস্থ হয়ে না ফেরার দেশে কেকে

ডেস্ক নিউজ / ২৬ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
নজরুল মঞ্চে সর্বশেষ গাইছেন কেকে।

কলকাতার এক কনসার্টে গান গাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হলো হিন্দি গানের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের। মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই তারকা।

আনন্দবাজার জানায়, মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠানে অংশ নেনে কেকে। মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
সঙ্গে সঙ্গে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে জরুল মঞ্চে প্রবেশ করেন সংগীত শিল্পী। জনজোয়ারের মাঝে পারফর্মও করেন কেকে। অনুষ্ঠান চলাকালীন অস্বস্তিবোধ করছিলেন শিল্পী, দাবি উপস্থিত দর্শকদের। স্পটলাইট বন্ধ করতে বলছিলেন, ঘেমে যাচ্ছিলেন। তবে থামেনি তাঁর সুর। ৮.৪৫ মিনিটে শো শেষ করে বেরিয়ে যান তিনি। এরপর পৌঁছান গ্র্যান্ড হোটেলে, সেখানে মারাত্মক অসুস্থবোধ করেন, এরপর তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ