• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় প্রবাসীদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশ দল

ডেস্ক নিউজ / ৩১ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

র‍্যাংকিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে তাদের মাটিতেই আটকে দিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় গোলশূন্য সমতায় শেষ হওয়া ম্যাচটিকে জয়ের সমান ড্র হিসেবেই দেখছে বাংলাদেশি সমর্থকরা। এই ম্যাচের ২৪ ঘণ্টা পার হতে না হতেই এশিয়ান কাপ বাছাই খেলতে বাংলাদেশ দল পৌঁছে গেছে মালয়েশিয়ায়। আজ বিকেলে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়ে স্থানীয় সময় রাত ৮টায় কুয়ালালামপুরে পৌঁছয় তারা।

পেশাগত কারণে বাংলাদেশ থেকে হাজারো মানুষ মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে। এশিয়ান কাপের বাছাইয়ে মাঠে বসে বাংলাদেশকে সমর্থন জানাবে এসব প্রবাসী। এর আগে আজ মালয়েশিয়ায় পা রাখার পরই প্রবাসী সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন জামাল-জিকোরা। কুয়ালালামপুর এয়ারপোর্টে ফুল ও ব্যানার দিয়ে বরণ করে নিয়েছে পুরো বাংলাদেশ দলকে।

আগামী ৮ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১১ জুন তুর্কমেনিস্তান এবং ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে লড়বে হাভিয়ের কাবরেরার দল। আগামীকাল (শুক্রবার) কোনো অনুশীলন নেই বাংলাদেশ দলের। জিম ও সুইমিংয়ে সময় পার করবেন জিকো-সোহেল রানারা।


আরো বিভন্ন বিভাগের নিউজ