• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

২৯ গুলির ঘটনা! বেঁচে ফিরলেন ব্রাজিলীয় ডিফেন্ডার

ডেস্ক নিউজ / ২৪ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে ব্যস্ত একটা মৌসুম শেষ করেছেন ব্রাজিলীয় ডিফেন্ডার এমারসন রয়াল, খেলেছেন ৪১টি ম্যাচ। মৌসুম শেষে নিজ দেশ ব্রাজিলে গেছেন ছুটি কাটাতে। ছুটিকালেও স্বস্তিতে নেই তিনি। শুক্রবার সাও পাওলোয় অস্ত্রধারী ছিতনাইকারী কবলে পড়েছিলেন, শেষ পর্যন্ত নাটকীয়ভাবে প্রাণে রক্ষা পেয়েছেন এমারসন।

বিসিবি জানিয়েছে, সাও পাওলোয় বন্ধুদের সঙ্গে গভীর রাতে নৈশ ক্লাব থেকে বের হচ্ছিলেন এমারসন। এসময় তাকে চিনে ফেলেন এক পুলিশ কর্মকর্তা। ওই পুলিশ কর্মকর্তা এমারসনের দিকে এগিয়ে যান অটোগ্রাফ নিতে। ওই পুলিশ পরে এমারসনকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যান। এসময়ই ঘটে বিপত্তি। অস্ত্র হাতে এক ছিনতাইকারী এগিয়ে আসেন এমারসনের দিকে। তখন এমারসনকে রক্ষা করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

২৯ রাউন্ড পাল্টাপাল্টি গোলাগুলির পর ছিতনাইকারী আহত হয়, এরপর নিরাপদে বাসায় ফেরেন এমারসন। পরে ওই পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট দেন এমারসন। তিনি লিখেন, ‘আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব আমি। ঈশ্বর পৃথিবীতে ফেরেশতা পাঠিয়েছিলেন, বাকি জীবনে প্রতিদিন এটা মনে রাখব। আমি তাকে ফেরেশতা বলতে চাই, যে তার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। ’


আরো বিভন্ন বিভাগের নিউজ