• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:০০ অপরাহ্ন

শুরু হলো খেলা; আজ সারাদিন ব্যাট করতে চায় বাংলাদেশ

ডেস্ক নিউজ / ২২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২

অ্যান্টিগায় যথাসময়ে মাঠে গড়াল তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ভয়াবহ বিপর্যয়ের পর ক্যারিবিয়ানদের অল্প রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ দলে স্বস্তি এসেছিল। কিন্তু গতকাল দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে সেই স্বস্তি নিমেষে উধাও হয়ে গেছে। ১১২ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ।

গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে দারুণ বোলিং করা মেহেদি মিরাজ বলেছিলেন তারা আজ সারাদিন ব্যাট করতে চান। তার ভাষায়, ‘ব্যাটারদের দিকে তাকিয়ে আছি আমরা। যদি দু’টি শত রানের জুটি হয়, দু’জন ব্যাটার ৭০ করে রান পায় তবে আমাদেরও সুযোগ আছে। আমাদের লক্ষ্য, আগামীকাল(আজ) পুরো দিন ব্যাট করা। ভালো ব্যাট করলে সুযোগ থাকবে। ‘

দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় (১৮*) এবং নাজমুল হোসেন শান্ত (১২*) দেখেশুনে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছেন। দুই দিনে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ার পেছনে উইকেটেরও ‘অবদান’ আছে বলে মনে করেন মিরাজ, ‘উইকেট খানিক ধীরগতির। তাই আপনি যদি টানা সঠিক জায়গায় বোলিং করেন তাহলে সুযোগ আসবেই। ‘


আরো বিভন্ন বিভাগের নিউজ