• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে আবারও ১৪ টি গরু জব্দ করেছে বিজিবি

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি / ১৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে আবারও ১৪ টি গরু জব্দ করেছে বিজিবি।
রবিবার (৩ জুলাই) ভোরে মিয়ানমার থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তের লম্বা শিয়া হয়ে বাংলাদেশে আসা এসব চোরাই গরু বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জব্দ করে বিজিবির ব্যাটালিয়ন সদরে নিয়ে আসেন।

যা সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বিজিবি কতৃপক্ষ। বিজিবি জানান
গোপন সূত্রে খবর পেয়ে তাদের একটি বিশেষ টিম অভিযানে নামে শনিবার গভীর রাত ১১ টার দিকে। রাতভর অভিযান শেষ ভোর ৪ টার দিকে ১৪ টি গরু জব্দ করতে সক্ষম হন তারা।

স্থানীয়রা জানান, বিজিবি হচ্ছে চোরাবারবারীদের আতংক। তারা অভিযান টের পেয়ে পাহাড়ের গহীনে নিয়ে যাওয়ায় আরো ২৬ টি গরু তাই ওই সব গরু জব্দ করতে পারেনি। বিজিবি সূত্রে জানা গেছে জব্দকৃত ১৪ টি গরুর অনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।

এ বিষয়ে ১১ বিজিবির নবাগত জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম সাংবাদিকদের জানান,তিনি সবে মাত্র যোগদান করেছেন, এরেই মাঝে ১৪ টি গরু জব্দ করা হয়েছে। তিনি আরো জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র,ইয়াবা,সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চোরাই পথে আনা গরু সহ সবধরনের পণ্য আটকে আগে চেয়ে সীমান্তে বিজিবি আরো বেশি তৎপর আছে থাকবে


আরো বিভন্ন বিভাগের নিউজ