• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার প্রতিবাদে কুতুবদিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Md Nazim Uddin / ১৭ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

কাইছার সিকদার:

কয়দিন আগে নিহত বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সদর উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা ফয়সাল হত্যাকারীদের ফাঁসীর দাবিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশনায় কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তারেক আজিজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

বৃহষ্পতিবার (৭)জুলাই বিকাল চারটায় উপজেলার ধূরুং বাজারে এই বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধূরং আদর্শ উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়৷

এসময় আরো উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ বাবলা, কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুল ইসলাম সহ ওয়ার্ড়, ইউনিয়ন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী৷

এসময় কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তারেক আজিজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় এই সংগঠনের নেতাকর্মীদের বুকের রক্তে যারা রাজপথ রঞ্জিত করেছে তাদেরকে যে কোন মূল্যে প্রতিহত করা হবে৷ ফয়সাল হত্যায় গ্রেফতারকৃত আসামী ও অন্যান্য আসামী সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকলকে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসীর) দাবী জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রলীগ নেতাকর্মীরা৷

উল্লেখ্য, গত (৩)জুলাই বিকালে কক্সবাজারের খুরুস্কুলে ওয়ার্ড় আওয়ামীলীগের সম্মেলন থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী আজিজ বাহিনীর নেতৃত্বে তার দলবল পুলিশের উপস্থিতিতেই ছাত্রনেতা ফয়সাল কে নৃশংসভাবে হত্যা করে৷ সন্ত্রাসী আজিজ সহ ১৭জনের নাম উল্লেখ করে কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের হয়, ইতিমধ্যেই বেশীরভাগ আসামী গ্রেফতার হয়েছে৷ ৭জুলাই প্রকাশিত এলএলবি পরীক্ষার ফলাফলে নিহত ফয়সাল এলএলবি পাশ করেছেন বলে একাধিক সূত্রে জানা গেছে৷


আরো বিভন্ন বিভাগের নিউজ