• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর

ডেস্ক নিউজ / ১৯ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা

প্রশ্ন : এখন তথ্য-প্রযুক্তির যুগ। তাই শহর-গ্রামে সর্বত্র ইন্টারনেটের চাহিদা বেশি। তাই আমিও ওই ব্যবসা করতে আগ্রহী। আমার প্রশ্ন হলো, ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করা জায়েজ হবে কি?

রাকিব উদ্দিন মিতু, নোয়াখালী

উত্তর : ইন্টারনেট সার্ভিসের মূল লক্ষ্য যেহেতু তথ্য-প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন সাধন করা।

তাই ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করা জায়েজ। তবে যেহেতু অনেক মানুষ এই সার্ভিসের মাধ্যমে গুনাহ করে, তাই বিকল্প ব্যবসার সুযোগ থাকলে সতর্কতামূলক এ ধরনের ব্যবসা না করা ভালো। (আদ্দুররুল মুখতার : ৬/৩৯১, জাদিদ তিজারত আওর রোজ মারাহ মুআমালত কে শরয়ি আহকাম)

দর্জি জামা নষ্ট করে ফেললে

প্রশ্ন : দর্জি জামা বানাতে গিয়ে এ ধরনের ভুল করে বসে যে জামা অত্যন্ত ছোট হওয়ায় গায়ে দেওয়া যাচ্ছে না। তখন দর্জি ও কাস্টমারের করণীয় কী?

রহমত উল্লাহ, ওমান

উত্তর : এ ক্ষেত্রে কাপড়ের মালিক দর্জির কাছ থেকে জরিমানা হিসেবে কাপড়ের মূল্য নিতে পারবে, আর কাপড় দর্জিকে দিয়ে দেবে। অথবা ওই ত্রুটিযুক্ত জামা নিয়ে তাকে তার ন্যায্য মজুরি দিয়ে দেবে, তবে ন্যায্য মজুরির পরিমাণ আগে চুক্তিকৃত মজুরির থেকে বেশি হতে পারবে না। (বাদায়েউস সানায়ে : ৬/৬৭, আল ফাতাওয়াল ওয়াল ওয়ালিজিয়্যা : ৩/৩৫৯, আল ফাতাওয়াত তাতারখানিয়া : ১৫/২৬৬, এমদাদুল আহকাম : ৩/৬৫১)


আরো বিভন্ন বিভাগের নিউজ