• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

ঈদগড় থেকে যাচ্ছে অতিরিক্ত শিবা গাছ বুঝাই ট্রাক! নিরব কর্তৃপক্ষ

ইব্রাহিম খলিল, ঈদগড় / ১৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

কক্সবাজারের রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়ন থেকে প্রতিনিয়ত এইভাবে অতিরিক্ত বুঝাই নিয়ে ট্রাকগুলো যাচ্ছে। যার ফলে বৈদ্যুতিক তার ছিড়ে যায় সবসময়।

সড়কের ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত বুঝাই নিয়ে এই শিবা গাছের ট্রাকগুলো যাওয়াতে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি অনেক সময় যানজট লেগেই থাকে। কেননা একটা গাড়ি ঈদগড় পূর্ব রাজঘাট থেকে শুরু করে ঈদগড় বাজার অতিক্রম করতে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়। ফলে অনেক মুমূর্ষ রোগী, ডেলিভারি রোগীদের পড়তে হয় বিপাকে।

নিয়মবহির্ভূতভাবে দীর্ঘকাল ধরে এই ভাবে অতিরিক্ত বুঝাই ট্রাকগুলো গেলেও কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করে বসে থাকে।

এইদিকে এনিয়ে ঈদগড়ের সর্বসাধারণ চরম অসন্তোষ প্রকাশ করেন। তারা দ্রুত এইধরনের অনিয়ম কে আইনের আওতায় আনার দাবি জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ