• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

লামায় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির এডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক / ২৫ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বান্দরবানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ও বেসরকারি সংস্থার ব্র্যাকের উদ্যোগে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য উপজেলা পর্যায়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে লামা প্রেসক্লাবের মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসিতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান।

এনজেড একতা মহিলা সমিতির প্রজেক্ট ম্যানেজার আবুল কালামের সঞ্চালনায় এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মইন উদ্দিন মোর্শেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী, আওয়ামী লীগ সভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ব্র্যাকের উপজেলা ম্যানেজার শাহিন ইসলাম ও এনজেড একতা মহিলা সমিতির প্রোগ্রাম অর্গানাইজার তোফাজ্জল হোসেন লামার সাংবাদিক সহ প্রমূখ।

এডভোকেসি সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন ব্র্যাকের বান্দরবান জেলা ব্যবস্থাপক সালেহ আহমেদ।


আরো বিভন্ন বিভাগের নিউজ