• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

নিউজ রুম / ৮১ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির নাফনদীর জালিয়াপাড়া পয়েন্টে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিয়ানমারের মংডু জেলার নাককুড়া থানার বুড়া সিকদারপাড়া এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে (১৮) ও দিল আহমদের ছেলে দুস্ত মোহাম্মদ (১৮)।

এ সময় ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরী অস্ত্র ও ধারালো কিরিস উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নাফনদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান আসছে এমন সংবাদে অভিযানে যায় বিজিবি।

এসময় রোহিঙ্গা মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবৃদ্ধ লাশসহ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সরকারি হাসপাতালে পেরণ করা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ