• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ আহত

বার্তা কক্ষ / ১৭৩ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

জসীম উদ্দীন, কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে। রোববার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী খালেক,শফিক,রাজ্জাক,মিসবাহ ও আবদৃুল্লাহ।এদের মধ্যে শফিকের অবস্থা গুরুত্বর বলে জানাগেছে।আহতদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাধারণ শিক্ষার্থীদের দাবি,সময় মত পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে  ধরনের রক্তাক্ত সংঘর্ষ হতে পারতো।
তবে ঠিক কি কারনে এ সংঘর্ষ ঘটনা ঘটেছে
কেউ তা সঠিক তথ্য জানাতে পারেননি। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরো বিভন্ন বিভাগের নিউজ