আগামিকাল রবিবার (২৩ জুলাই) কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত পৌরপরিষদ আনুষ্ঠানিক শপথ গ্রহণ করলেও এখনই দায়িত্ব পাচ্ছেনা তারা। আগামী ১৯ আগষ্ট বর্তমান পৌর পরিষদের মেয়াদ শেষ হবে। সেই হিসেবে বর্তমান পৌর পিতা মুজিবুর রহমান আরও ২৮ দিন দায়িত্বে থাকছেন।
সূত্র মতে, নব নির্বাচিত পৌর পরিষদ আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের হাতে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেও এখনই তারা পৌর পরিষদের দায়িত্ব পাবেন না। যেহেতু বর্তমান পৌর পরিষদের মেয়াদ আগামী ১৯ আগষ্ট শেষ হবে।
পৌরসভার একাধিক সূত্র জানিয়েছেন, নতুন পৌর পিতা মাহবুবুর রহমান চৌধুরী আগামী ২০ আগষ্ট দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। একই দিন নতুন পৌর পরিষদও আগামী ৫ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবে।
মেয়র মুজিবুর রহমান আজ ২৩ জুলাই পৌর পরিষদ থেকে বিদায় নিচ্ছেন না। তিনি আরও ২৮ দিন পৌর পিতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে আজ ২৩ জুলাই নব নির্বাচিত পৌর পরিষদ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করছেন। যদিও আগামী ১৯ আগষ্ট বর্তমান পৌর মেয়র মুজিবুর রহমান বিদায় নিলেও তাঁর সময়কার পৌরপরিষদের অধিকাংশ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের অধিকাংশই আবারও নির্বাচিত হওয়ায় তারা আগামী ৫ বছরের জন্যও দায়িত্বে থাকছেন। বিশেষ করে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মেয়র মুজিবের পরিষদের চারজনই আবারও নির্বাচিত হয়েছেন। সেই হিসেবে পৌরপিতার ‘চেয়ার’ বদলালেও কাউন্সিলরদের তেমন কোন পরিবর্তন হবে না।
আগামিকাল রবিবার (২৩ জুলাই) নতুন পৌরপরিষদকে আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। ইতোমধ্যে গত ৫ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আনুষ্ঠানিক ফলাফলের গেজেট প্রকাশ করেছে সরকার। গত ১২ জুন উৎসবমুখর নির্বাচনে ইভিএম ভোটের মাধ্যমে মেয়র, ১২ জন কাউন্সিলর ও ৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছিলেন। এবারের পৌর পরিষদের নতুন যারা যুক্ত হচ্ছেন তারা হলেন নতুন পৌরপিতা মাহাবুবুর রহমান চৌধুরী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এহছান উল্লাহ ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু। এদের মধ্যে ৩নং ওয়ার্ডের দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করায় সেখানে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম মুকুল, যদিও ইতোপূর্বে তিনি মাহাবুবুর রহমান চৌধুরীর কাছে এই ওয়ার্ডে হেরেছিলেন।
আবারও নির্বাচিত হওয়া কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডে এসআইএম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর ছিদ্দিক লালু, ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু ও ১২ নম্বর ওয়ার্ডে এম.এ মনজুর।
এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডে আবারও চার মহিলা কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার পাখি, ২ নম্বর ওয়ার্ডে ইয়াছমিন আকতার, ৩ নম্বর ওয়ার্ডে জাহেদা আক্তার ও ৪ নম্বর ওয়ার্ডে নাছিমা আকতার।
উপদেষ্টা সম্পাদক : সরোয়ার আজম মানিক, সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম,
অফিস : হোটেল আল-আমিন কমপ্লেক্স, ৩য় তলা (দৈনিক মেহেদী ) মেইন রোড,, কক্সবাজার।