• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

ঈদগড়ে অনুষ্ঠিত হলো ফায়ার সার্ভিসের মহড়া

ইব্রাহিম খলিল / ৪৫ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

কক্সবাজার জেলার রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পর্যায়ে দুর্যোগ প্রস্তুতিতে সুরক্ষা সেবা ও জরুরি সাড়া প্রদান বিষয়ক ফায়ার মহড়া অনুষ্ঠান।

আয়োজনে: ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। অর্থায়নে: ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)। কারিগরি সহায়তায়: ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। সার্বিক সহযোগিতায়: ঈদগড় ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠান তত্ত্বাবধানে: ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এর ডিআরআর কক্সবাজার জেলা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক: ঈদগড় ইউনিয়ন পরিষদের টানা তৃতীয়বারের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো। বিশেষ অতিথি: কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক এনামুল হক, ইপসার বি এইস এ প্রকল্পের কো-অর্ডিনেটর শমসের উদ্দিন মোস্তফা, ঈদগড় বদরমোকাম জামেয়া ফেরদৌসীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এম নুরুল আলম ফেরদৌসী।

এতে সভাপতিত্ব করেন: ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল সিকদার। অনুষ্ঠান সঞ্চালনায়: স্থানীয় সংবাদকর্মী ইব্রাহিম খলিল।

বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শওকত ওসমান, ঈদগড় ১৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রমজান আলী, রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক সোমেন বড়ুয়া, ঈদগড় হাফেজিয়া দারুল উলুম বড় মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা জয়নাল উদ্দিন, ঈদগড় স্বপ্নতরী যুব সংগঠনের সভাপতি সুলতান মোহাম্মদ কায়সার, অর্থ সম্পাদক এন নুরুল আলম নুরী, ডাক্তার শাহাদাত হোসেন মানিক, সমাজসেবক আবুল কালাম, ইউপি সদস্য জসিম উদ্দিন সিকদার, মুবিন আলম, মিজানুর রহমান প্রমুখ।

ফায়ার মহড়া অনুষ্ঠানে, বাড়ি-ঘর ও অন্যান্য প্রতিষ্ঠান সমূহে অগ্নিসংযোগ হলে কোন প্রক্রিয়ায় আগুন নেভাতে হবে, সেই সাথে উদ্ধার তৎপরতা অভিযান কিভাবে চালাতে হবে সে বিষয়ে বাস্তবিক নিরাপত্তার সহিত উদ্ধার তাৎপরতা অভিযান চালানো হয়। যা দেখে উপস্থিত সকলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

এই ফায়ার মহড়া অনুষ্ঠান দেখতে এলাকার শত শত জনসাধারণ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। ফায়ার মহড়াতে অংশগ্রহণ করে রামু ও কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চৌকস সদস্যরা। জানা যায়, এলাকাবাসী এই ফায়ার মহড়া অনুষ্ঠান দেখে সন্তুষ্ট হয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ