গাবতলীতে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে বিএনপির অভিযোগ।
শনিবার দুপুর দেড়টায় গাবতলীর কারমাইকেল রোডে বোগেন ভিলা আবাসিক এলাকার ভেতরে এ ঘটনা ঘটে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, বোগেন ভিলা আবাসিক এলাকার ভেতরে আশ্রয় নেওয়া বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলায় অনেক কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এসএ সিদ্দিক সাজু।
যুগান্তরকে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে অবস্থান নিয়েছি। কিন্তু সরকারি দল হামলা করেছে। এর আগে সকালে পুলিশ আমাদের মাইক ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি কয়েকশ নেতাকর্মীকে আটক করেছে।
উপদেষ্টা সম্পাদক : সরোয়ার আজম মানিক, সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম,
অফিস : হোটেল আল-আমিন কমপ্লেক্স, ৩য় তলা (দৈনিক মেহেদী ) মেইন রোড,, কক্সবাজার।