• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

জামিন পেলেন আলোচিত শিল্পী “আলমগীর বিন কবির”

নিউজ রুম / ১৩২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

এম.কলিম উল্লাহঃ
ছেলে ধরা গুজব নিয়ে গজল গেয়ে ফেসবুকে আপলোড করা মামলায় দুই মাস কারাবাসের পর আজ জামিন পেয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আলোচিত সংগীত শিল্পী আলমগীর বিন কবির।

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার হাসপাতাল রোড থেকে গত ৩১ জুলাই বুধবার আলমগীর বিন কবিরকে গ্রেফতার করেছিলো পুলিশ।

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার চাড়ালিয়া হাট এলাকার কৃতিসন্তান ও নবজাগরণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী আলমগীর বিন কবিরের জামিনে সংগীত অঙ্গনে খুশি আমেজ বইছে।

নবজাগরণ শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিচালক নাঈম উদ্দীন গণমাধ্যমকে বলেন দীর্ঘ দুই মাস কারাভোগের পর আমাদের ওস্তাদ নবজাগরণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর বিন কবিরের জামিনে মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।ইনশাআল্লাহ আইনি প্রক্রিয়া শেষে শীঘ্রই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ