এম.কলিম উল্লাহঃ
হুফফাজুল কুরআন ফাউন্ডশন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে ৬ দিনব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে টেকনাফ আল-জামিয়া আল- ইসলামিয়া মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সে প্রধান আকর্ষণ হিসেবে তাশরীফ আনবেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি, উস্তাযুল হুফফাজ মাওলানা কারী হাফেজ আব্দুল হক ( দা.বা.)। এছাড়াও প্রশিক্ষণ দান করবেন, তানজীমুল কুররা বাংলাদেশের নির্বাহী সভাপতি, আল-জামিয়া আল-আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারীর কেরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী জহিরুল হক, হুফফাজুল কুরআন ফাউন্ডশন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা কারী আব্দুল কাদের, চট্টগ্রাম আনোয়ারা তারতিলুল কুরআন মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা কারী শফি উল্লাহ।
এছাড়াও বরেণ্য ও ইসলামী চিন্তাবিদগণ তারবিয়াতী আলোচনা করবেন। ৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স ১০ অক্টোবর সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য হিফজখানা সমূহের আগ্রহী শিক্ষক, মসজিদের ইমাম- মুয়াজ্জিন সাহেবানের প্রতি আহবান জানিয়েছেন, টেকনাফ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, নির্বাহী সভাপতি হাফেজ মাওলানা নুরুল হাকিম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাঈদুল আমিন।
জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামাল উদ্দিন তাওহীদ প্রশিক্ষণ কোর্স সফল হওয়ার জন্য কুরআনপ্রেমীদের দু’আ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।