• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

সোনামসজিদ দিয়ে আসছে আটকে পড়া ২০০ ট্রাক পেঁয়াজ

বার্তা কক্ষ / ১৪৫ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

সোনামসজিদ দিয়ে আসছে আটকে পড়া ২০০ ট্রাক পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতীয় মহদিপুর স্থলবন্দরে ৭ দিন ধরে আটকে থাকা পেঁয়াজ ভর্তি ২০০ ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে সোনামসজিদ স্থলবন্দরে বিশেষ ব্যবস্থা দিনে প্রবেশ প্রবেশ করতে শুরু করেছে।

সন্ধ্যা পর্যন্ত ১৮৯ ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। বাকিগুলোও বাংলাদেশে আসবে।

মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জানান।

তিনি জানান, ভারতের কেন্দ্রীয় সরকারি শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনা জারির প্রেক্ষিতে ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে য়ায়। ফলে মহদিপুর স্থলবন্দরে পেঁয়াজ ভর্তি প্রায় ২০০ ট্রাক আটকা পড়ে। মহদিপুরের স্থানীয় রফতানিকারকেরা এ পেঁয়াজ রফতানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করলে তা অনুমোদন হয়।

শুক্রবার উভয় বন্দরে সাধারণ ছুটি থাকা সত্ত্বেও এসব পেঁয়াজ ভর্তি ট্রাক সোনামসজিদ স্থল বন্দরে প্রবেশ করছে।

এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দরে দায়িত্বরত কাস্টমস পরির্দশক বুলবুল জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে মহদিপুর স্থলবন্দর থেকে পেঁয়াজ ভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে। সন্ধ্যা পর্যন্ত ১৮৯ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে


আরো বিভন্ন বিভাগের নিউজ