অবৈধ বালু উত্তোলনের অপরাধে সাজ্জাদ মিয়া (২০) নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লামা এস এম রাহাতুল ইসলাম। রবিবার (১৯ নভেম্বর) বিকালে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকায় অবৈধ বালু উত্তোলনকালে বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সন্ধ্যা ৭টায় এ রায় দেন তিনি।
আটক সাজ্জাদ মিয়া কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকার মো. মহিউদ্দিন ও শহিদা বেগমের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম বলেন, লামা উপজেলায় সরকার অনুমোদিত কোনো বালু মহাল নেই। অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে রোববার বিকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ১ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। এ ছাড়া পাহাড় কাটা, পাথর উত্তোলনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়।