কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি আকবর হোসেন (৫০) তিন সন্তানের জনক। সে ঈদগড় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড চরপাড়া এলাকার মৃত হাজী আমির হামজার ছেলে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগড় চরপাড়া এলাকার অদূরে চক্করতী এলাকায় বিকাল ৪ টার দিকে নিজ ধানক্ষেত দেখতে গেলে আকস্মিকভাবে বন্য হাতির আক্রমণের শিকার হয়। পরবর্তীতে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বর্তমানে তার মৃত্যুতে পুরো ঈদগড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার এমন আকস্মিক মৃত্যুতে ঈদগড়ের সর্বস্তরের মহল শোকাভিভূত। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকবর হোসেন (৫০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।