• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

সাতক্ষীরায় আবরার হত্যা মামলার আসামি শামীম গ্রেপ্তার

বার্তা কক্ষ / ১৯০ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

সাতক্ষীরার শ্যামনগর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ শামীম বিল্লাহকে (২১) গ্রেপ্তার  করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বিকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আসামি শামীম বিল্লাহ ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় এলাকার আমিনুর রহমান ওরফে বাবলু সরদারের ছেলে। সে বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের ২য় বর্ষের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা শ্যামনগর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্লা।

সূত্রঃ মানবজমিন।


আরো বিভন্ন বিভাগের নিউজ