• সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

আওয়ামী লীগে কোন আবর্জনা থাকবে না, নেতৃত্ব দেবে ত্যাগীরা

বার্তা কক্ষ / ১৭২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে কোন আবর্জনা থাকবে না। অচিরেই দলে ছাকনি দিয়ে সকল আবর্জনা ফেলে দেয়া হবে। কেবল ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বের মাধ্যমেই দলকে এগিয়ে নেয়া হবে।  

শনিবার কক্সবাজারের রামুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর পরিবারবর্গ এবং রামু উপজেলায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখা কীর্তিমান ব্যক্তিদের মঙ্গল কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও বিশাল মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করে দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করার জন্য অনেক অর্জন বয়ে এনেছেন। অথচ বিএনপি নেতারা উল্টো অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার পাঁয়তারা চালাচ্ছে। আওয়ামী লীগের কোন উন্নয়ন তারা চোখে দেখে না।

  

সূত্রঃ বিডি-প্রতিদিন।


আরো বিভন্ন বিভাগের নিউজ