• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

ফের সেঞ্চুরি পিয়াজের

নিউজ রুম / ১৩৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

অনলাইন ডেস্ক

রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা জারির ফলে একলাফে ১০০ টাকার ওপরে পিয়াজের দাম ওঠার পর কিছুটা কমতে শুরু করেছিল। আজ রবিবার ফের সেঞ্চুরি করেছে পিয়াজ। বাজারে এখন ১০০ টাকায় পিয়াজ বিক্রি হচ্ছে। গতকাল শনিবারও পিয়াজের দাম ছিল কেজি প্রতি ৯০ টাকা।

অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে গত ২৯ সেপ্টেম্বর পিয়াজ রফতানি সম্পূর্ণ নিষিদ্ধ করে ভারত সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই বাংলাদেশের বাজারে পিয়াজের দাম বেড়ে যায়।

এরপর ৪ অক্টোবর পুরনো এলসিগুলোর বিপরীতে ভারত সরকার পিয়াজ রফতানির অনুমতি দেয়ায় পাঁচদিন বন্ধের পরে হিলি স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি শুরু হয়। এরপর পিয়াজের ঝাঁজ কিছুটা কমতে শুরু করেছিল।   

সূত্রঃ বিডি প্রতিদিন।


আরো বিভন্ন বিভাগের নিউজ