• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

বিগ বাজাটের মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’দর্শককে চমকে দিবেন জাহাঙ্গীর-নিঝুম রুবিনা

বার্তা কক্ষ / ৫৬৭ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নির্মিত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘নিঠুর বন্ধুরে’। এই গানটি গাইলেন ও গানের মডেল হয়েছেন এ, জেড, এম, জাহাঙ্গীর কবির। তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে। সম্প্রতি ঢাকার কয়েকটি লোকেশনে এই মিউজিক্যাল ফিল্মটির শুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির বলেন, ‘কাজটির মধ্যে একটি ছেলের নিখাদ ভালোবাসা ফুটে উঠবে। যার সবকিছু জুড়েই থাকে একটি মেয়ে। যে একাধিকবার ছেলেটির জীবনে আসা যাওয়া করে। পুরোপুরি গল্প নির্ভর একটি কাজ। স্ক্রিনে দেখার পর দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’

এছাড়াও ‘নিঠুর বন্ধুরে’র মাধ্যমে প্রথমবার গানের মডেল হয়েছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজ করে ফিল্মি স্বাদ পেয়েছি। অনেক বড় আয়োজনে নির্মাণ করা হয়েছে ‘নিঠুর বন্ধুরে’। আমার বিশ্বাস কাজটি সবার কাছে উপভোগ্যের হবে।’

এই গানটির কথা লিখেছেন কাজী শাহীন, সুর করেছেন রবিন ইসলাম। এই মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। এ গানে জাহাঙ্গীর-নিঝুম রুবিনা ছাড়াও আছেন সাদমান সামির। ‘নিঠুর বন্ধুরে’ নির্মিত হয়েছে ভিউজুয়ালাইজার ওয়ার্কশপের ব্যানারে।


আরো বিভন্ন বিভাগের নিউজ