• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

গাইবান্ধার পাঁচজনের মৃত্যুদণ্ড

বার্তা কক্ষ / ১২২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার রঞ্জু মিয়াসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর চারজন হলেন- আবদুল জব্বার (৮৬), মো: জাফিজার রহমান খোকা (৬৪), মো: আবদুল ওয়াহেদ মণ্ডল (৬২), মো: মমতাজ আলী বেপারি মমতাজ (৬৮)।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন মোখলেসুর রহমান বাদল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান। গত ২১ জুলাই মামলাটির শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়।

এ মামলায় মোট আসামি ছিল ছয়জন। তাদের মধ্যে মো: রঞ্জু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

পলাতক আসামিরা হলেন- আবদুল জব্বার (৮৬), মো: জাফিজার রহমান খোকা (৬৪), মো: আবদুল ওয়াহেদ মণ্ডল (৬২), মো: মমতাজ আলী বেপারি মমতাজ (৬৮) ও মো: আজগর হোসেন খান (৬৬)। এদের মধ্যে আজগর হোসেন খান মারা যান।

তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, ভয়-ভীতি ও আতঙ্ক ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে।

আসামিরা গাইবান্ধা সদরের নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা।


আরো বিভন্ন বিভাগের নিউজ