জানা যায়, ১৫ অক্টোবর দুপুর ২টারদিকে টেকনাফ পৌর এলাকার কলেজ পাড়ার মোঃ ইদ্রিসের পুত্র নুর মোহাম্মদের মালিকানাধীন একটি নোহা (ঢাকামেট্টো-ছ-নং-১১-০৫৯৪) দিদার ফিলিং ষ্টেশন হতে তৈল নিয়ে বের হয়ে কিছু দূর যাওয়ার পথে ব্যাটারিং ওয়ারিং শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা নিমিষেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
পাশর্^বর্তী দোকানীরা চেষ্টা চালালেও আতংকে অন্য লোকজন এগিয়ে আসেনি। গাড়িটি পুড়ে ছাঁই হওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গাড়ির মালিক নুর মোহাম্মদ জানান,এই গাড়ির বাজার মূল্য ১০লক্ষ টাকা এবং ব্যাটারী শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। পুরো গাড়িটিই ক্ষতিগ্রস্থ হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : সরোয়ার আজম মানিক, সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম,
অফিস : হোটেল আল-আমিন কমপ্লেক্স, ৩য় তলা (দৈনিক মেহেদী ) মেইন রোড,, কক্সবাজার।