• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

লাভিবা নুরের দাপন সম্পন্ন সমবেদনা জানাতে সহকর্মী সাংবাদিক ও আত্মীয়স্বজনের ভীড়

নিউজ রুম / ৩০৯ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

শাহী কামরান

গত ১৫ অক্টোবর রাত ৮ টা ৩০মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন লাভিবা নুর। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
লাভিবা নুরের পিতা জাতীয় দৈনিক আমাদের বাংলা পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি ও কক্সবাজার টোয়েন্টিফোর ডটকম (সিবি২৪) এর প্রকাশক ও সম্পাদক, এবং সাংবাদিক সংসদ কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক, শহিদুল করিম শহিদের কনিষ্ঠ কন্যা লাভিবা নূর (৪ মাস) লাভিবা নুরের অকাল মৃত্যুতে ভাই,বোন,চাচা,চাচী,দাদা,দাদী আত্মীয়স্বজন প্রবাসে থাকা চাচা,দাদা, গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
১৬ অক্টোবর সকাল ৯ টায় সদরের ঝিলংজা চাঁন্দেরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে নামাযে জানাজা শেষে দাপন সম্পন্ন হয়।
এদিকে সাংবাদিক শহিদুল করিম শহিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমবেদনা জানাতে রাতে বাড়ীতে ছুটে যান কক্সবাজার পৌরসভার ৬নং ওয়র্ডের কাউন্সিলর জনপ্রিয় ওমর ছিদ্দিক লালু, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ,জাহাঙ্গীর আলম, রুবেল, জাহেদ, কক্সবাজার মাহিন্দ্রা প্রতিষ্ঠান এ কে মটরসের চেয়ারম্যান কফিল মাহমুদ, সাংবাদিক জসিম উদ্দিন, Coxbazar24এর নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, বার্তা সম্পাদক শাহী কামরান, সহ বার্তা সম্পাদক শাহীন মো রাসেল, সাংবাদিক শেখ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সোলাইমান, সাংবাদিক জহির উদ্দিন, প্রমুখ।
একজন পিতার সন্তান হারা কত? কষ্টের যন্ত্রনার তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না
প্রিয় সন্তানকে এভাবে চিরবিদায় দেয়া সত্যি খুবই বেদনাদায়ক।

আল্লাহ যেন পিতা-মাতাসহ স্বজনকে এই শোক সইবার শক্তি দেন।
আল্লাহ যেন পিতা-মাতাসহ স্বজনকে এই শোক সইবার শক্তি দেন।
নিষ্পাপ শিশু লাভিবা নূর হোক মা-বাবার সুপারিশকারী ও নাজাতের ওছিলাকারী হওয়ার তৌফিক দেন।
আমীন


আরো বিভন্ন বিভাগের নিউজ