• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বিএমএসএফ’র দ্বি -বার্ষিক কাউন্সিলে বক্তারা দ্রুত সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করুন

নিউজ রুম / ১৭৫ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

শ্রীমঙ্গল ২৫ অক্টোবর ২০১৯ইং:
অপ-সাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতারোধে সরকারকে সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
অপ-সাংবাদিকতা রাষ্ট্রের উন্নয়নের অন্তরায়। রাষ্ট্রের সুনাম ও ঐতিহ্য রক্ষায় সরকারকে অবিলম্বে সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক কাউন্সিলে বক্তারা এসব দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।

চা রাজ্যের রাজধানী খ্যাত পর্যটন শহর শ্রীমঙ্গলের একাটি হোটেলের হলরুমে সিনিয়র সাংবাদিক সরফরাজ আলী বাবুলের সভাপতিত্বে কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।

সম্মেলনে উদ্ভোধক ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমএসএফ’র সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অবিনাশ আচার্য্য, ইস্পাহানি চা কোম্পানীর ডিজিএম সেলিম রেজা, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা, পৌর প্যানেল মেয়র মীর এম এ সালাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, সিরাজুল ইসলাম জীবন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, আরটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি চৌধুরী ভাষ্কর হোম, চ্যানেল নাইন এর ইমন দেব, দি ইন্ডাস্ট্রির রজত শুভ্র চক্রবর্ত্রী, বাংলা টিভির বিক্রমজিৎ দেব, অলোকন এর সম্পাদক সুব্রত দাশ, মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক বেলাল তালুকদার, হবিগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ কে কায়সার, ছাতকের সভাপতি শামীম আহমেদ তালুকদার, বিশিষ্ট কলামিষ্ট আমিরুজ্জামান, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক একরামুল কবির, ঢাকা জেলা বিএমএসএফ’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুবকর তালুকদার, সমকালের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শামিম আক্তার হোসেন, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, দিনকাল প্রতিনিধি রুবেল আহমদ, সাংবাদিক সাজন আহমেদ রানা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, , সাংবাদিক হৃদয় দাস শুভ, বিএমএসএফ’র হবিগঞ্জ শাখার সমন্বয়কারি কাউসার আহমদ, প্রতিদিনের সংবাদের কমলগঞ্জ প্রতিনিধি সালাহ উদ্দিন শুভ, আনন্দ টিভির তোফায়েল পাপ্পু, খোলা কাগজের হৃদয় ইসলাম, যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, প্রতিদিনের সংবাদের আবুজার বাবলা, অধিকারের প্রীতম পাল, রূপম আচার্য্য, কলামিষ্ট এহসান বিন মুজাহির সাংবাদিক শামসুল ইসলাম শামীম।

আলোচনা সভাশেষে সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিনকে সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুজার বাবলাকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট বিএমএসএফ শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক।


আরো বিভন্ন বিভাগের নিউজ