• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

কমছেই না পিঁয়াজের ঝাঁজ

নিউজ রুম / ১২২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

অনলাইন ডেস্ক

সম্প্রতি অস্থির হয়ে পড়েছে পিঁয়াজের বাজার। ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েই চলেছে দাম। রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা বাজারে ১৩০ থেকে ১৪০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে পিঁয়াজ।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

অথচ এক সপ্তাহে আগেও খুচরা বাজারে প্রতি কেজি দেশি পিঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। খুচরা বাজারে এখন দেশি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে।

এ সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।

বর্তমানে তা বিক্রি হচ্ছে ১১০ টাকার ওপরে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পিঁয়াজের সংকট আর আমদানিক করা ভারতীয় পেঁয়াজ বাজারে না আসায় দাম বেড়েই চলেছে।

সূত্রঃ বিডি প্রতিদিন।


আরো বিভন্ন বিভাগের নিউজ