• রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

অতিরিক্ত ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা

বার্তা কক্ষ / ১৯৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

 

 অনলাইন ডেস্ক

পুলিশ প্রশাসনে আট কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার পুলিশ সুপার ও সম-পদমর্যাদার এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন- যশোরের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ।

এছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান এবং ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ