• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

টেকনাফে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

বার্তা কক্ষ / ৫৫৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০১৯

মোহাম্মদ আমিন টেকনাফ, টেকনাফে র‌্যাব১৫ সদস্যরা অভিযান চালিয়ে দেশী তৈরি ছোরা ও চাকুসহ দুই ডাকাতকে আটক করেছে।আটককৃতরা হচ্ছেন,টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার সৈয়দ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২১) একই এলাকার নুর মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন (১৯)।

র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (পিপিএম) এক্স,বিএন বলেন,তারই নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া পশ্চিম প্বার্শে ঝাউবাগানে একদল লোক ডাকাতির প্রস্তুতিকালে অবস্থান করছে।উক্ত সংবাদে র‌্যাবের একটি আভিযানিকদল অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়।পরে তাদের দেহ তল্লাশি করে দেশীয় অস্ত্র দুইটি ছোরা,একটি চাকু ও ডেগারসহ ব্যবহৃত ২টি মোবাইল পাওয়া যায়।

আটককৃতদের স্বীকারোক্তিতে একই এলাকার মোঃ হাসানের ছেলে মোঃ কামাল হোছন (২০), আমির হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (২২) ও বদুরানের ছেলে মোঃ ফারুক (২১) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ