সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলের মাতা গোলতাজ বেগমের ইন্তেকাল
সোয়েব সাঈদ
দৈনিক সকালের কক্সবাজার ও অনলাইন সংবাদপত্র কক্সবাজার নিউজ ডটকম এর নিজস্ব প্রতিবেদক শাহীন মাহমুদ রাসেলের মাতা গোলতাজ বেগম আর নেই। তিনি আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টায় কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কোনার পাড়াস্থ বাড়িতে ইন্তেকাল করেছন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গোলতাজ বেগম ওই এলাকার মরহুম ফরিদুল আলমের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। কাল বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
প্রিয় সহকর্মী শাহীন মাহমুদ রাসেলের মাতা গোলতাজ বেগমের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।