• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

“রমজানের পবিত্রতা রক্ষা করুন”-ছাত্রলীগ

বার্তা কক্ষ / ৩৮৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০১৯

অনলাইন ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে এক স্বাগত মিছিল বের করা হয়।

নগরীর লাল দীঘি শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ সভাপতি ইমরান আহমেদ ইমু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি একরামুল হক রাসেল, নাজমুল হাসান রুমি, নোমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, ইরফানুল আলম জিকু, ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, উপ-সম্পাদক আবু হানিফ রিয়াদ, কাজী মাহমুদুল হাসান রনি, শাহরিয়ার হাসান, আবুল মনসুর টিটু, সহ-সম্পাদক কায়সার মাহমুদ রাজু, সদস্য মাহমুদুর রশিদ বাবু, মোশরাফুল হক চৌধুরী পাভেল, শেখর দাশ, ফয়সাল অভি, আরাফাত রুবেল, মিজানুর রহমান মিজান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিটন, এম হাসান আলী, রাকিব হায়দার, শাহাদাত হোসেন হিরা, সিটি কলেজ ছাত্রলীগ নেতা আকবর হোসেন রাজন, নাবিল রিটন, শুভ ঘোষ, সাইফুল্লাহ সাইফ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা আবু কায়সার তুষার, ইবনে জামান ডায়মন্ড, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম, আনোয়ার পলাশ, মিজানুর রহমান, রূপম সরকার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা অনিক চৌধুরী সোহেল, বিশ্বজিত শর্মা, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সায়মুন সহ বিভিন্ন কলেজ, ওয়ার্ড, থানা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, অধিক মুনাফার আশায় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করবেন না। এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকলের সজাগ থাকব। রমজানের ইফতার ও সেহেরীতে খাবার অপচয় রোধ করে প্রয়োজনের অতিরিক্ত খাবার দুস্থ শ্রেণির মানুষের মাঝে বন্টন করুন।


আরো বিভন্ন বিভাগের নিউজ