• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

দৈনিক আলোকিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বার্তা কক্ষ / ২৬৯ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

 

গত ২নভেম্বর দৈনিক আলোকিত উখিয়ায় প্রকাশিত ইয়াবায় তিন বছরে কোটিপতি টেকনাফ শাপলাপুরের টেইলার জাহাঙ্গীর
সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।এ সংবাদটি পড়ে আমি নিজেও হতবাক। কারন
উক্ত সংবাদটি শত্রুপক্ষ গণমাধ্যমকে বিভিন্নভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে
প্রকাশ করেছে বলে আমি মনে করি।

আমি বুকে হাত দিয়ে শপথ করে বলতে পারি ইয়াবা ব্যবসা তো দুরের কথা, এ জীবনে আমি কখনো ইয়াবা ছোঁয়ে দেখনি। আর সংবাদটিতে আমি যে পরিমাণ সম্পদশীল বলে দাবি করা হয়ে এটি সত্য নয়। এখনো আমি একজন সাধরন দর্জি এং আগের মতই আমার নুন আনতে পান্থা ফুরিয়ে যায়।আমার কোন ব্যাংক একাউন্ট নাই তাই লাখ টাকা জমা থাকার প্রশ্নও আসেনা।এ ধরনের বিভ্রন্তমূলক সংবাদ এ মুহুর্তে যে কারো জীবনের জন্য হুমকি হয়ে দাড়াতে পারে। এত এব এধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদের আমি তীব্র দিন্দা ও প্রতিবাদ জানাাচ্ছি।

তাই আমি আশা করবো আগামীতে সাংবাদিক ভাইয়েরা আরোও বেশি দায়িত্বশীল হবেন এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করবেন।

প্রতিবাদকারী ঃজাহাঙ্গীর আলম
শাপলাপুর বাহারছড়া।


আরো বিভন্ন বিভাগের নিউজ