• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

‘খাদ্যে ভেজাল কিংবা পচা-বাসি খাবার বিক্রি করলেই ঈদ কাটাতে হবে জেলে’

বার্তা কক্ষ / ২১৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৮ মে, ২০১৯

রমজান মাসে কোনও ব্যবসায়ী যদি ইফতারিতে কোন ভেজাল অথবা পচা-বাসি খাবার বিক্রি করেন তাহলে তাদের ঈদ কারাগারে কাটাতে হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার, পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

তিনি বলেন, এই পবিত্র মাসে আপনারা কাউকে পচা-বাসি খাবার খাওয়াবেন না। যদি এমন করেন তাহলে ঈদের মতো আনন্দের দিনটি আপনাদের কারাগারে কাটাতে হবে। আপনারা রমজানের পবিত্রতা বজায় রাখুন, মানসম্মত খাবার বিক্রি করুন। নিজে সুস্থ থাকুন, আপনার আত্মীয়-স্বজন ও নগরবাসীকে সুস্থ রাখতে আমাদের সহায়তা করুন। আপনারা যদি মানসম্মত খাবার পরিবেশন করেন তাহলে আমরাও আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো।’

ইফতার ও সেহরির খাবারের মান নিয়ন্ত্রণের পাঁচটি মনিটরিং টিমের কার্যক্রম উদ্বোধন করেন সাঈদ খোকন। এ সময় তিনি বলেন, ‘ইফতার ও সেহরির খাবারের মান নিয়ন্ত্রণের বাজারে পাঁচটি মনিটরিং টিম বাজারে কাজ করবে। এই টিমে দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিরা থাকবেন। এবার ভেজাল খাদ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এছাড়া, মাস জুড়ে পন্যের দামও তদারকি করবে তারা।’


আরো বিভন্ন বিভাগের নিউজ