• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

কাল থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ; কখন, কোথায় দেখা যাবে?

বার্তা কক্ষ / ১৮৪ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

অনলাইন ডেস্ক

বাংলাদশের ভারত সফর শুরু হয়েছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। প্রথম ম্যাচেই দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতকে হারিয়ে জোর ধাক্কা দিয়েছিল টাইগাররা।

কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১-এ জিতে নেয় ভারত। আর কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ।  

দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ হবে ইন্দোরে। ভারতীয় দলে ফিরেছেন ভিরাট কোহলি। টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এদিকে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব ওঠেছে মুহমিনুল হকের হাতে। শাকিব আপাতত দু’বছরের জন্য নির্বাসিত। তার মধ্যেই নিজেদের প্রমান করছে বাংলাদেশ দল।

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি হবে ১৪ থেকে ১৮ ‌নভেম্বর। টেস্ট ম্যাচটি হবে ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে  ৯টায়। দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের।


আরো বিভন্ন বিভাগের নিউজ