অনলাইন নিউজ
ভারতের কলকাতায় আবারো গণধর্ষণের অভিযোগ উঠেছে। জানা গেছে, পঞ্চসায়রের একটি হোমের সামনে থেকে এক নারীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ বলছে, হোমের আবাসিক ওই নারী রাতের বেলা হোমের পেছনের দরজার তালা খুলে বাইরে বেরিয়ে এসেছিলেন। কিছু দূর যাওয়ার পর সেখান থেকে গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায় দুই যুবক। এর পর তাকে গণধর্ষণ করা হয়।
মঙ্গলবার ভোরের দিকে সোনারপুরের কাছে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা ওই নারীকে টিকিট কেটে ট্রেনে তুলে দেন। কোনো রকমে বালিগঞ্জ স্টেশনে নেমে গড়িয়াহাটে এক আত্মীয়ের বাড়িতে চলে যান ওই নারী।
এ ঘটনায় পঞ্চসায়র থানায় অভিযোগ করা হয়েছে। হোমটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্ত দুই যুবক সেই নারীর পূর্ব পরিচিত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
হোমের কেয়ারটেকার জানান, রাত ২টা পর্যন্ত ওই নারীকে বিছানায় দেখেছিলেন তিনি। এর পর সাড়ে ৩টা থেকে তাকে পাওয়া যায়নি। নির্যাতিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। কিন্তু এ দিনের ঘটনায় হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
কিভাবে রাত ৩টার সময় সবার চোখ এড়িয়ে বাইরে গেলেন ওই নারী, সেই প্রশ্নই তুলছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।