• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

টেরীবাজার ব্লাড ব্যাংকের “সম্মাননা স্মারক” পেল নতুন অফিস ব্লাড ডোনার সোসাইটি

বার্তা কক্ষ / ২০২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

নিজস্ব নিউজ:
চট্রগ্রাম জেলার মানবতার সেচ্ছাসেবী সংগঠন টেরিবাজার ব্লাড ব্যাংকের” ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেচ্ছাসেবী মিলনমেলা ‘১৯ইং ২২ নভেম্বর ২০১৯ দুপুর ২ঃ৩০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যার্লি, থ্যালাসেমিয়া সচেতন আলোচনা, সর্বোচ্চ রক্তদাতা, সংগঠন সম্মাননা এবং গুণীজন সংবর্ধনা চট্রগ্রাম প্রেস ক্লাব পাবলিক হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন আবু বক্করের সভাপতিত্তে সংগঠনের এডমিন মো: সাইফুলের সঞ্চালনায় ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ও নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটি পরিবারে সদস্য বৃন্দরা এবং নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটি পরিবারকে মানবতার কাজে বিশেষ অবদান রাখায় টেরীবাজার ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে “সম্মাননা স্মারক”ত্রেুস্ট প্রধান করেন
এই সময় উপস্থিত ছিলেন নতুন ব্লাড ডোনার’স সোসাইটির প্রতিষ্ঠাতা এডমিন সফি উল করিম স্বপ্নীল, পরিচালক এডমিন এহছান হাবীব, এডমিন রমজান আলী, সহ-কার্যকরী দেলোয়ার হোসাইন, ও আব্দুল মান্নান রানা।


আরো বিভন্ন বিভাগের নিউজ