নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা প্রশাসনের রাজস্ব সম্মেলন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
এতে ভূমি উন্নয়ন কর আদায়ের হার বাড়ানো, ভূমি অফিসে যথাসময়ের নামজারি আবেদন সম্পন্ন, সরকারি সেবা প্রার্থীদের সঠিক সেবা প্রদান, চিংড়ি, বালু, জলমহালের ইজারার টাকা যথাযথ আদায় বিষয়ে আলোচনা হয়।
সরকারি খাস জমি রক্ষণাবেক্ষণ ও উদ্ধারে সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্বরতদের নির্দেশনা দেয়া হয়।
এছাড়া সরকারের স্বার্থ সংরক্ষণে সকলস্তরের কর্মকর্তাদের আন্তরিক হওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।