• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত

বার্তা কক্ষ / ২৭৮ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

জসীম উদ্দীন : কক্সবাজারের সৈকতে তীরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।বৃহস্পতিবার ৯মে ভোররাতে ডায়বেটিকস পয়েন্টের সংলগ্নে ঝাউবনে এ বন্দুকযুদ্ধের ঘটনাঘটে।

ঘটনাস্থল থেকে একটি একটি দো’নলা বন্দুক,তিন রাউন্ড তাজা কার্তুজ ও ১০হাজার ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব।

নিহতদের মধ্যে একজন কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ার আনু প্রধানের পুত্র মুহাম্মদ মাসুম (৩৫)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। র‍্যাবের দাবি নিহত দুইজনেই মাদক কারবারি।

তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন
র‍্যাব-১৫ সহকারী পরিচালক এএসপি শাহ আলম। তিনি জানান,দিবাগত রাতে দুইটার দিকে সৈকতের ঝাউবন এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন খবরে র‍্যাব-১৫’র টহল দল ডায়বেটিকস পয়েন্টে চেকপোস্ট বসান। কিছুক্ষণ পর একদল লোক ঝাউবাগানের ভেতর থেকে বের হচ্ছিল। এবং র‍্যাবের উপস্থিতি ঠের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। পরে ঘনটনাস্থল তল্লাশি করে এসব অস্ত্র ও ইয়াবাসহ দুই মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে দেয়া হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি তদন্ত।


আরো বিভন্ন বিভাগের নিউজ